close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

উত্তরা কোটি কোটি টাকা আত্মসাৎ। চাঁদপুরের আতিফসহ প্রেফতার ৩..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****


উত্তরায় কোটি কোটি টাকা আত্মসাৎ 
চাঁদপুরের আতিফসহ আটক ৩

শহিদুল ইসলাম খোকন : বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি কথিত ট্রাভেল এজেন্সির উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের বিরুদ্ধে। 
উত্তরার ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার থেকে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে কথিত ট্রাভেল এজেন্সির মালিক চাঁদপুরের আতিফ, এক সহযোগী ও কর্মচারীকে  আটক করে ভুক্তভোগীরা। পরে খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের মালিক আতিকুল হক ওরফে আতিফ(৪৫), সহযোগী  লাকী আক্তার(৪০) এবং তাদের অফিসের কর্মচারী নাছির সিকদার(২১)। এদের মধ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার গোহাট গ্রামের আজিজুল হকের ছেলে আতিকুল হক ওরফে আতিফ, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণকুন্দি গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে লাকী আক্তার।

ভুক্তভোগীদের অভিযোগে, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে প্রায় তিন শতাধিক লোকের কাছ থেকে ৫/৭ লাখ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা। বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিলেও তারা কাউকে বিদেশে পাঠান নি।

এ ঘটনায় ভুক্তভোগী মো. রাজা বলেন, আমাকে ফিজিতে পাঠানোর কথা বলে সাড়ে ছয় লাখ টাকা নিয়েছে তারা। কিন্তু বিদেশেও পাঠায় না, টাকাও ফেরত দেয় না। ভুক্তভোগীদের মধ্যে আমরা ৩০ জন থানায় এসেছি। এর মধ্যে আমি বাদী হয়ে একটি মামলা দিচ্ছি।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

 

Nema komentara