উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বি ধ্ব স্ত

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
A Bangladesh Air Force training aircraft crashed into the Milestone School & College campus in Uttara’s Diabari, causing panic among students and onlookers as smoke billowed into the sky.

উত্তরার দিয়াবাড়ীতে হঠাৎ আকাশ থেকে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ে বিমানটি, ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে।

রাজধানী ঢাকার উত্তরায় আজ দুপুরে ঘটলো এক চাঞ্চল্যকর ও আতঙ্কজনক দুর্ঘটনা। দিয়াবাড়ী এলাকার ব্যস্ত দিনভর জনবহুল আকাশে হঠাৎ করেই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এটি বাংলাদেশের বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের জেট প্রশিক্ষণ বিমান ছিল। দুর্ঘটনাটি ঘটে সোমবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। মুহূর্তেই আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষ, শিক্ষার্থী ও সেনাবাহিনীর সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, আগুন ও ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে, আর আতঙ্কে ছুটছে শত শত মানুষ।

বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকির নামের এক কর্মকর্তা প্রশিক্ষণে ছিলেন বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তবে দুর্ঘটনায় তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের বিশেষ ইউনিট। আশেপাশের এলাকা নিরাপত্তার জন্য ঘিরে রাখা হয়েছে এবং সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

לא נמצאו הערות