উত্তর কোরিয়া বুধবার (১৯ জুন ২০২৫) এক বিবৃতিতে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে দিয়েছে—তারা যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ না নেয়। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, “ইরানের ওপর যেকোনো আগ্রাসন শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে।”
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমরা সতর্ক করে দিতে চাই, যদি পশ্চিমা শক্তিগুলো ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ গ্রহণ করে, তবে উত্তর কোরিয়া তা নিরব দর্শকের মতো দেখবে না। বিশ্ব শৃঙ্খলার জন্য এর ভয়াবহ মূল্য দিতে হবে।”
বিশ্লেষকরা মনে করছেন, এই হুমকি ইঙ্গিত দিচ্ছে যে, ইরান-ইসরায়েল দ্বন্দ্ব একটি বৃহৎ যুদ্ধের দিকে গড়াতে পারে, যেখানে পরাশক্তিগুলোর অবস্থান বিশ্ব নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।
এদিকে, ইরানও জানিয়েছে যে, তাদের বিরুদ্ধে যেকোনো হামলার জবাব তারা কড়াভাবে দেবে এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে যৌথ প্রতিরক্ষা গড়ে তুলবে।
এই পরিস্থিতিতে জাতিসংঘ এবং শান্তিপ্রিয় রাষ্ট্রগুলো উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।
#আন্তর্জাতিক_খবর
#ব্রেকিং_নিউজ
#ইরান_যুদ্ধ
#উত্তর_কোরিয়া
#আমেরিকা_ইউরোপ
#ইসলামিক_বিশ্ব
#বিশ্ব_রাজনীতি
#বিশ্ব_সংবাদ
#নতুন_তথ্য
#মানুষের_জন্য_কথা
#BreakingNews
#IranWar
#NorthKoreaWarning
#WorldPolitics
#MiddleEastCrisis
#GlobalAlert
#AmericaVsIran
#InternationalNews
#WorldUpdate
#PeaceNotWar