সুমন হাওলাদার
ছবি: লেখক
রাজধানীর উত্তর বাড্ডায় প্রগতি সরণির কাছে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে ‘অছিম পরিবহন’-এর একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।



















