টেলিভিশনের পর্দায় যাঁরা নিয়মিত ক্রীড়া উপস্থাপনার অনুষ্ঠান দেখেন, তাদের কাছে মাহমুদা মাহা একটি পরিচিত মুখ। বাংলাদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল ম্যাচের উপস্থাপনায় তাঁর সাবলীলতা আর ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের মন জয় করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিশিয়াল হোস্ট হিসেবে মাহার জনপ্রিয়তা আলাদা মাত্রায় পৌঁছেছে।
তবে এবার মাহা নিজেকে ভাঙলেন নতুনভাবে। উপস্থাপনার সেই চেনা জগতের বাইরে এসে অভিনয়ের রঙিন দুনিয়ায় প্রথমবারের মতো প্রধান চরিত্রে হাজির হচ্ছেন তিনি। নাটকটির নাম—“শয়তানের নিঃশ্বাস”। নির্মাতা শাব্দিক শাহীনের পরিচালনায় এই নাটকে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন আবু হুরাইরা তানভীর। নাটকটি শিগগিরই একটি বেসরকারি স্যাটেলাইট টিভিতে প্রচারিত হবে।
আমি ২০১৬ সাল থেকে শোবিজে কাজ করছি, কিন্তু মানুষ আমাকে মূলত একজন উপস্থাপক হিসেবেই চেনে। এবার আমি প্রথমবারের মতো মুখ্য চরিত্রে কাজ করলাম। এটা সত্যিই এক অন্যরকম অনুভূতি,”—বলে জানালেন মাহা কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে।
তিনি আরও বলেন, “শুরুতে স্টেজ শো, বিতর্ক প্রতিযোগিতা বা সরকারি অনুষ্ঠান উপস্থাপনায় যুক্ত ছিলাম। পরে টেলিভিশনে আসি। নাটকে আগে দু-একটা ছোট চরিত্র করলেও এবারই প্রথম বড় পরিসরে অভিনয় করলাম।”
নাটকে নিয়মিত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন মাহা। তাঁর কথায়, “যদি ভালো গল্প ও চরিত্র পাই, তাহলে অভিনয়ে নিয়মিত হতে চাই। তবে তখন উপস্থাপনার কাজ কিছুটা কমিয়ে দিতে হবে।”
উল্লেখ্য, মাহা এর আগে অনিমেষ আইচের দুটি নাটকে অভিনয় করেছেন। এছাড়া টেলিভিশন ও অনলাইন বিজ্ঞাপনের কাজেও দেখা গেছে তাঁকে। এমনকি চলচ্চিত্রেও অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।
তবে “শয়তানের নিঃশ্বাস” নামক নাটকটি তাঁর অভিনয়জীবনের এক নতুন বাঁক। এই নাটকের মাধ্যমে হয়তো উপস্থাপিকা মাহার নামের পাশে এবার স্থায়ীভাবে যুক্ত হবে ‘অভিনেত্রী’ মাহা।
নাটকপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক নতুন চমক, আর মাহার জন্য এটি হতে পারে অভিনয় ক্যারিয়ারের এক স্থায়ী সূচনা।