close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

Ranajit Barman avatar   
Ranajit Barman
বাল্য বিবাহ বন্ধ হল।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ হল।

বুধবার(১৮জুন) দুপুরে উপজেলার আটুলিয়া ইউপির ছোট কুপট গ্রামের ৭ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা এস এম আরিফুজ্জামান জানান আটুলিয়া ইউপির রফিকুল ইসলামের ৭ম শ্রেণি পড়ুয়া জনৈক এক ছাত্রীর উপজেলার ঈশ্বরীপুর ইউপির শ্রীফলকাটি গ্রামে তার এক আত্নীয়ের বাড়ী রেখে বিবাহ কাজ সম্পন্ন করার প্রস্ততি গ্রহণ করা হয় পরিবারের পক্ষ থেকে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন জানতে পেরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনকে বাল্য বিবাহ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেন। পর দুপুরে বাল্য বিবাহের সকল আয়োজন বন্ধ করা হয়।

 

نظری یافت نشد