close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

উপজেলা ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে ইয়াবা কেলেঙ্কারির অভিযোগ, পদ স্থগিত থাকাকালীন স্বেচ্ছায় পদত্যাগ! ..

Tariqul Taj avatar   
Tariqul Taj
সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

 

 

কক্সবাজার জেলার রামু উপজেলায় ইয়াবা লুটের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিম স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

গত বৃহস্পতিবার (৩ জুলাই) সানাউল্লাহ সেলিম  নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।    

এদিকে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাজারকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুল কবির ও রাজারকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দানু মিয়ার পদ স্থগিত করা হয়েছে। 

রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়াবা লুটে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে করেন এবং স্থানীয় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করে ফেসবুক পোস্টে সানাউল্লাহ সেলিম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রামু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। কারণ, সম্প্রতি ষড়যন্ত্র ও রাজনৈতিক রোষানলের শিকার হয়ে আমার সামাজিক ও রাজনৈতিক জীবনের মান ক্ষুণ্ন হচ্ছে, যা দিন দিন আমাকে মৃত্যুর দিকে ধাবিত করছে। তাই আমি এ সিদ্ধান্ত নিলাম। সুখে থাক প্রাণের সংগঠন ছাত্রদল, ভালো থাকুক সুবিধাবাদীরা।

এর আগে ইয়াবা কেলেঙ্কারির ব্যাপারে সানাউল্লাহ সেলিমের কাছে স্থানীয় এক সাংবাদিক জানতে চাইলে অকথ্য ভাষায় গালাগালি করে সাংবাদিককে, যা তুমুল সমালোচনার সৃষ্টি করে। এর যের ধরেই সানাউল্লাহ সেলিমের উপজেলা ছাত্রদলের পদ স্থগিত করা হয়।

Aucun commentaire trouvé