ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটারদের স্বতঃস্ফূর্ত আন্দোলন নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আপত্তিকর বক্তব্যের প্রতি তীব্র নিন্দা জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বুধবার (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তাকে নগরবাসীর কাছে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছেন।
ইশরাক বলেন, “একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আসিফের বক্তব্য প্রচারিত হয়েছে, যেখানে তিনি বিএনপির এক নেতার প্ররোচনায় আমার আন্দোলন হয়েছে বলে অভিযোগ করেছেন। এ ধরনের বক্তব্যে ঢাকার হাজার হাজার ভোটারকে অপমান করা হয়েছে, যা বরদাশতযোগ্য নয়।” তিনি আরও যোগ করেন, “আসিফ আমাকে ‘মিস গাইড’ করার কথাও বলেছেন, যা আমার সম্মানের প্রতি আঘাত। নগরবাসীর প্রতি তার এই অবমাননা রোধে তাকে দ্রুত ক্ষমা চাওয়া উচিত।”
ইশরাক হোসেন অভিযোগ করেন, আসিফ কুমিল্লার একজন বিএনপি নেতার মাধ্যমে তাকে আন্দোলনের জন্য অর্থ ও লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথাও উল্লেখ করেছেন, কিন্তু এর কোনও প্রমাণ তিনি দেখাতে পারেননি। “প্রমাণ দেখাতে না পারলে জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত,” বলেন তিনি।
দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২৩ জুন থেকে ঢাকা দক্ষিণ সিটির নগরভবনের প্রধান ফটক পুনরায় খোলা হয়েছে এবং সেবা কার্যক্রম শুরু হয়েছে। গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত সেবাগুলো বন্ধ ছিল। এই সময়ে ইশরাকের সমর্থকরা নগর ভবনের প্রধান ফটক আটকে সেবা কার্যক্রম বন্ধ রাখেন। পরে ঈদের বিরতির পর ১৫ জুন থেকে আবার অবস্থান কর্মসূচি শুরু হয়। গতকাল প্রধান ফটকসহ অন্যান্য বিভাগে তালা খুলে দেওয়া হয়েছে।
নগরবাসীর স্বার্থে এবং স্বচ্ছ সেবার জন্য এসব পরিস্থিতি দ্রুত সমাধান করার তাগিদও দেন বিএনপি নেতা ইশরাক হোসেন।