close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা আসিফ।..

Rudra Biswas avatar   
Rudra Biswas
উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা আসিফ।..

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা , আসিফ মাহমুদ সজিব ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোষ্টে জানান------

আসিফ / 

আমার সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছি। 

 


গুঞ্জন, গুজব নাকি সত্য তা দুদকের অনুসন্ধানেই বের হয়ে আসবে। অনেকগুলো ইনফরমেশন ভুল ভাবে গিয়েছে ইতিমধ্যে। পদত্যাগকে অপসারণ হিসেবে ছড়ানো হয়েছে। কোন অনুসন্ধানী তথ্য, ব্যক্তিসাক্ষ্য ছাড়াই অনুমান নির্ভর মিডিয়া ট্রায়াল করা হয়েছে। 

 


এই নিউজ করা হাউজ গুলোর কয়েকটায় যোগাযোগ করে জানা গেছে এই লেখাটাও বাইরে থেকে চাপিয়ে দেয়া হয়েছে এবং হুবহু নিউজ করতে চাপ দেওয়া হয়েছে। 

 


ফেক্টের ভিত্তিতে কথা হলে সমস্যা ছিল না। অনেকগুলো তথ্য-উপাত্তহীন মনগড়া কথা বারবার বলে স্টাবলিশ করার চেষ্টাটা দৃষ্টিকটু লেগেছে। 

 


দুদকের অনুসন্ধানে সত্য বের হয়ে আসুক এটাই প্রত্যাশা।

 


খুলনা থেকে 

রুদ্র বিশ্বাস 

Walang nakitang komento


News Card Generator