close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

তুরস্কের একমাত্র লক্ষ্য: আঞ্চলিক শান্তি ও সুরক্ষা নিশ্চিত করা – এরদোগান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গত বুধবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির (একে পার্টি) এক বৈঠকে বলেছেন, "আমাদের একমাত্র লক্ষ্য হলো আঞ্চলিক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গত বুধবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির (একে পার্টি) এক বৈঠকে বলেছেন, "আমাদের একমাত্র লক্ষ্য হলো আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সুরক্ষা নিশ্চিত করা, বিশেষত সিরিয়ার ক্ষেত্রে।" এ সময় তিনি সিরিয়ায় তুরস্কের স্থিতিশীলতার জন্য দৃঢ় সংকল্পের কথা জানান। বৈঠকে, এরদোগান সিরিয়ার বিভিন্ন শহর যেমন আলেপ্পো, দামেস্ক, হামা, হোমস, দারা এবং মানবিজে স্বাধীন সিরিয়ার পতাকা তুর্কি পতাকার পাশপাশি উড়তে দেখার কথা উল্লেখ করেন, এবং এই দৃশ্যকে অত্যন্ত আনন্দদায়ক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, "যখনই আমরা এসব শহরে স্বাধীন সিরিয়ার পতাকা আমাদের অর্ধচন্দ্র এবং তারকা খচিত পতাকার পাশে দেখি, আমাদের হৃদয়ে আনন্দ বয়ে যায়।" সন্ত্রাসবাদ নিয়ে তার বক্তব্যে, এরদোগান তুরস্কের বিরুদ্ধে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে-কে (PKK) নির্মূল করার দৃঢ় সংকল্প প্রকাশ করেন। তিনি বলেন, "আমরা সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে-কে শেষ করে দেব। যারা আমাদের এবং আমাদের কুর্দি ভাই-বোনদের মধ্যে রক্তের দেয়াল গড়তে চায়, তাদের আমরা ধ্বংস করব।" পিকেকে গোষ্ঠীটি সিরিয়া এবং ইরাকে সক্রিয় হয়ে দীর্ঘদিন ধরে তুরস্কে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে, যার ফলে গত কয়েক দশকে প্রায় ৪০,০০০ মানুষ প্রাণ হারিয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করতে তুরস্ক দৃঢ় প্রতিজ্ঞ বলে উল্লেখ করেন এরদোগান। তিনি আরও বলেন, "তুরস্ক তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়তা করতে বদ্ধপরিকর।" তুরস্কের এই উদ্যোগ সিরিয়ার সামরিক ও রাজনৈতিক পরিস্থিতিতে নতুন একটি দিক নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে, বিশেষত হায়াত তাহরির আল-শাম এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে প্রশাসনিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে। সূত্র: আনাদোলু এজেন্সি
Tidak ada komentar yang ditemukan


News Card Generator