close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বড় চমক , বাদ লিটন-তাসকিন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচাতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। বাদ পড়েছেন লিটন ও তাসকিন, দলে এসেছেন শামীম ও হাসান মাহমুদ। দুই পরিবর্তনেই চমক।..

শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেটি হয়ে উঠেছে বাঁচা-মরার ম্যাচ। ঠিক এমন এক মুহূর্তে ক্যান্ডির পাল্লেকেলেতে টস ভাগ্য সহায় হলো বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে চাপে থাকা টাইগারদের জন্য আজকের ম্যাচের গুরুত্ব অনেক। সেই ম্যাচে একাদশে দেখা গেল বড় পরিবর্তন—বিশেষ করে দুই তারকা খেলোয়াড়কে বাইরে রেখে ভিন্ন কম্বিনেশনে নেমেছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে ফর্মহীনতায় ভোগা ওপেনার লিটন দাসকে রাখা হয়নি আজকের একাদশে। তার পরিবর্তে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন, যিনি দ্রুত রান তোলার জন্য পরিচিত। অন্যদিকে, ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন স্পিডস্টার তাসকিন আহমেদ। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ, যিনি এর আগেও দারুণ পেস বোলিং করেছেন।

এছাড়াও মিরাজের নেতৃত্বে বোলিং ইউনিটে থাকছেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম। স্পিন এবং পেসের মিশ্রণে সাজানো হয়েছে বোলিং আক্রমণ।

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ

নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, আসিথা ফার্নান্ডো।

এই ম্যাচে হারলেই সিরিজ হেরে যাবে বাংলাদেশ। তাই আজকের লক্ষ্য একটাই—জয়। মিরাজের নেতৃত্বে দল ঝাঁপিয়ে পড়েছে ব্যাটিংয়ে, যেখানে ভালো সূচনা করাটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তবে শ্রীলঙ্কার শক্তিশালী স্পিন-আক্রমণের বিপক্ষে রান তোলা সহজ হবে না। বিশেষ করে থিকশানা ও হাসারাঙ্গার মতো বোলাররা মাঝের ওভারে উইকেট তুলে নিতে পারেন। বাংলাদেশের মিডল অর্ডার তাই অনেকটাই চাপে থাকবে।

 দৃষ্টি থাকবে যাদের ওপর:

  • শামীম হোসেন: একাদশে ফিরেই ব্যাট হাতে কী ম্যাজিক দেখান তিনি, সেটিই দেখার অপেক্ষায় ভক্তরা।

  • মোস্তাফিজুর রহমান: অভিজ্ঞ এই পেসারের ওপর থাকবে বোলিং আক্রমণের নেতৃত্বের দায়িত্ব।

  • তানজিম হাসান সাকিব: তার আগ্রাসী বোলিংও বড় ভূমিকা রাখতে পারে।

সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে টাইগারদের। একাদশে আনা চমক এই ম্যাচে কতটা কাজে দেয়, সেটাই এখন প্রশ্ন। পুরো দেশ আজ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে—দেখা যাক মিরাজরা সেই প্রত্যাশা পূরণ করতে পারেন কি না।

Nenhum comentário encontrado