ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে মুকসুদপুরে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ
মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কার্যক্রমকে সুষ্ঠু, নির্ভুল ও আইনসম্মতভাবে সম্পন্ন করার লক্ষ্যে মুকসুদপুরে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারি সকাল ১০টায় কর্মশালার তৃতীয় ও সমাপনী দিনের কার্যক্রম শেষ হয়।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সরকারি সাবের মিয়া জসীমুদ্দীন (এস জে) মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার জনাব আরিফ-উজ-জামান।
প্রশিক্ষণে ভোটগ্রহণ প্রক্রিয়ার ধাপসমূহ, ব্যালট পেপার ও নির্বাচন সামগ্রী ব্যবস্থাপনা, নির্বাচন আইন ও বিধিমালা, আচরণবিধি মেনে চলা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা এবং কেন্দ্রভিত্তিক সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশিক্ষিত ও দক্ষ ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তারা দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী ও প্রস্তুত হবেন বলে আশা প্রকাশ করা হয়।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
No comments found



















