close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্ভাবন: স্বেচ্ছায় রক্তদান বিষয়ক ওয়েবসাইট উদ্বোধন..

পুলক শেখ avatar   
পুলক শেখ
ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান বিষয়ক একটি ওয়েবসাইট চালু করা হয়েছে, যা রক্তদাতা ও গ্রহীতাকে সহজে সংযোগ করবে।..

ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্ভাবন: স্বেচ্ছায় রক্তদান বিষয়ক ওয়েবসাইট উদ্বোধন

প্রতিবেদন: পুলক শেখ, বিশেষ প্রতিনিধি ভালুকা (ময়মনসিংহ)

ত্রিশাল (ময়মনসিংহ), ১০ জুলাই:

 মানবিক ও প্রযুক্তিনির্ভর সেবায় এক নতুন দিগন্ত ছুঁয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন। দেশের যেকোনো স্থান থেকে রক্তদাতা ও গ্রহীতার সংযোগ সহজ করতে স্বেচ্ছায় রক্তদান বিষয়ক একটি ওয়েবসাইট চালু করেছে ত্রিশাল উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “প্রতিবছর অনেক মানুষ রক্তের অভাবে মারা যায়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। ত্রিশাল উপজেলা প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি সময়োপযোগী পদক্ষেপ, যা মানুষের জীবন রক্ষায় বড় ভূমিকা রাখবে।”

উদ্যোগটির রূপকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, “মানুষের মধ্যে রক্তদানে যে ভয়, ভুল ধারণা ও অনীহা রয়েছে, তা দূর করতেই এ ওয়েবসাইট চালু করা হয়েছে। এটি একটি বৃহৎ স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে পরিণত হবে বলে আমরা আশাবাদী।”

ওয়েবসাইটে রক্তদাতারা নাম, রক্তের গ্রুপ, যোগাযোগ তথ্যসহ নিবন্ধন করতে পারবেন, যার ভিত্তিতে জরুরি প্রয়োজনে তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহীদ উল্লাহ, উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা শামসুজ্জামান এবং ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এর সফল বাস্তবায়ন ও সম্প্রসারণে সবার সহযোগিতা কামনা করেন। এই উদ্যোগটি শুধু রক্তের প্রয়োজন মেটানোর জন্যই নয়, বরং সচেতনতা বৃদ্ধির মাধ্যমেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে।

Website Link - roktodaan.com 

没有找到评论