close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ট্রেন উদ্ধারে গিয়ে উল্টে গেল উদ্ধারকারী ট্রেন

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
A rescue train derailed and overturned while recovering another derailed train in Parbatipur, Dinajpur, disrupting rail communication temporarily.

দিনাজপুরের পার্বতীপুরে সংঘর্ষে উল্টে যাওয়া ট্রেন উদ্ধারে এসে উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, সাময়িকভাবে ব্যাহত হয় রেল চলাচল।

দিনাজপুরের পার্বতীপুরে বিরল এক রেল দুর্ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে পার্বতীপুর রেলস্টেশনের অদূরে লোকোশেড এলাকায় সংঘর্ষ ও উদ্ধার অভিযানে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর লাইনচ্যুত হয়ে উল্টে যায় একটি ইঞ্জিন, আর সেটি উদ্ধারে এসে উদ্ধারকারী ট্রেনটিও একই পরিণতির শিকার হয়। এতে রেল চলাচলে সাময়িক অচলাবস্থা তৈরি হয় এবং ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইঞ্জিন শাল্টিং করে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। একই সময় অপর একটি ইঞ্জিন একই ট্র্যাকে প্রবেশ করলে সংঘর্ষ ঘটে। এতে দাঁড়িয়ে থাকা ইঞ্জিন (৬৬৩৩) লাইনচ্যুত হয়ে পাশের দিকে উল্টে যায়। ঘটনাটি ঘটার পরপরই লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ট্রেনটিও রেললাইন থেকে ছিটকে পড়ে উল্টে যায়।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ট্রেন চালক জানান, সম্প্রতি পার্বতীপুর এলাকায় রেললাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলছিল। ওই কাজের কারণেই ট্রেনের ভারসাম্য নষ্ট হয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি আরও জানান, ইঞ্জিনগুলোর গতি খুব বেশি ছিল না, তাই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে রেলওয়ে লোকোশেড ইনচার্জ কাফিউল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছি। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসছে, সেটি পৌঁছালেই আনুষ্ঠানিক উদ্ধারকাজ শুরু হবে।”

পার্বতীপুর রেলস্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, “দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। স্থানীয় রেলকর্মীরা দিনভর কাজ করছেন। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।”

ঘটনার পর এলাকায় কৌতূহলী মানুষের ভিড় দেখা যায়। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করতে থাকেন। স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চলের ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে, তবে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। রেলওয়ের কর্মকর্তারা ধারণা করছেন, সাম্প্রতিক রেললাইন সংস্কার কাজের ত্রুটি বা যান্ত্রিক ত্রুটি থেকে দুর্ঘটনাটি ঘটতে পারে।

এদিকে এ ধরনের দুর্ঘটনায় রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। তারা বলছেন, “রেললাইন সংস্কারের সময় সতর্কতা না থাকায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর থেকে ওই এলাকায় রেল চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। উদ্ধারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত পার্বতীপুর হয়ে চলাচলকারী ট্রেনগুলো বিকল্প রুটে চালানোর কথা ভাবছে রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার বিষয়ে রেলওয়ে উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। আশা করা হচ্ছে, রাতের মধ্যেই উদ্ধার কাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক করা যাবে।

Aucun commentaire trouvé


News Card Generator