close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ত্রাণ নিতে গিয়ে ই'স'রা'ই'লি সেনাদের গু'লি'তে ৩০ ফিলিস্তিনি নি'হ'ত: গাজায় র'ক্তা'ক্ত মানবিক সংক'..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে মার্কিন সমর্থিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করতে আসা মানুষের ওপর গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা। এই বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ ফিলিস্তিনি, আহত হয়েছেন ১২০..

দখলদার ইসরাইলি বাহিনী আবারও প্রমাণ করলো—গাজায় মানবিক সংকট তাদের চোখে মর্যাদার কোনো জায়গা পায় না। শনিবার (৩১ মে) দক্ষিণ গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে জড়ো হওয়া অসহায় মানুষদের ওপর গুলি চালায় ইসরাইলি বাহিনী। আলজাজিরা জানিয়েছে, ঘটনাস্থলটি ছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত একটি বিতর্কিত সংস্থার পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্র।

এই ঘটনায় অন্তত ৩০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১২০ জন। এদের অনেকে আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানা গেছে। প্রাণ বাঁচাতে মানুষ ত্রাণ নিতে এসেছিল, সেখানেই মৃত্যু তাদের গ্রাস করেছে।

হামাসের শান্তি প্রস্তাব: গাজা থেকে সেনা প্রত্যাহার, জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি দাবি

ইসরাইলি হামলার পেছনে যখন যুক্তরাষ্ট্রও পরোক্ষভাবে দায়ী, তখনই হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি যুদ্ধবিরতির প্রস্তাব আসে হামাসের দিকে। এর জবাবে হামাস বলেছে—তারা একটি স্থায়ী যুদ্ধবিরতি চায়, তবে তার জন্য গাজা থেকে সকল ইসরাইলি সেনা প্রত্যাহার এবং অবাধ মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করতে হবে।

হামাসের বিবৃতিতে জানানো হয়, নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিমুক্তির বিনিময়ে তারা ১০ জন জীবিত ইসরাইলি জিম্মি এবং ১৮ জনের মৃতদেহ ফেরত দিতে প্রস্তুত।

এদিকে, হামাসের পক্ষ থেকে প্রস্তাবনার কিছু অংশে সংশোধনী চাওয়া হয়েছে বলে জানিয়েছে এক ফিলিস্তিনি কর্মকর্তা। তবুও সামগ্রিক প্রতিক্রিয়া ইতিবাচক। হোয়াইট হাউসও জানিয়েছে, তারা এই সংশোধনীগুলো বিবেচনায় নিচ্ছে।

৫৪ হাজার প্রাণহানির বিভীষিকা: যুদ্ধের দেড় বছরের ভয়াবহ চিত্র

২০২৩ সালের ৭ অক্টোবর, হামাসের ইসরাইলি ভূখণ্ডে অতর্কিত হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। সেদিন ১২০০ ইসরাইলি নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এর জবাবে গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করে ইসরাইল।

দেড় বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় এখন পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অন্তত ৫৪,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু।

গাজা আজ পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। খাদ্য, পানি, ওষুধের সংকট চরমে পৌঁছেছে। তারও মধ্যে ত্রাণের আশায় জীবন হারানোর এ ঘটনা নতুন করে প্রমাণ করে দিয়েছে—এই যুদ্ধ কেবল রাজনৈতিক নয়, মানবতার ওপর চরম আঘাত।

Geen reacties gevonden