close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
টঙ্গীতে জামায়াতের ৫৭ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন: নতুন নেতৃত্বে নতুন শুরার ঘোষণা
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন ৫৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতনের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন শূরা ও কর্মপরিষদ সদস্যদের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগরী জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং টঙ্গী পূর্ব শাখার আমীর মো. নজরুল ইসলাম। সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন মজিদের দরস পেশ করা হয়।
নতুন নেতৃত্ব ঘোষণা
বিশেষ অতিথি ও টঙ্গী পূর্ব থানার সহকারী সেক্রেটারি আমিনুল ইসলামের নেতৃত্বে ওয়ার্ডের আমীর হিসেবে মাওলানা ওবায়দুল হকের নাম ঘোষণা করা হয়। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আলম। এছাড়াও বাইতুলমাল সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক আ খ ম আনোয়ার হোসেন।
কর্মপরিষদের অন্যান্য সদস্যরা হলেন:
আব্দুল মালেক আকন্দ
আব্দুর রহমান
মাওলানা জয়নুল আবেদীন
মো. আজিজুর রহমান
ডাঃ জাহাঙ্গীর আলম
মুহাম্মদ আবুল হুসাইন
পরবর্তীতে ওয়ার্ড আমীর ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের নামও ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি মো. নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “দেশে সত্যিকার আদর্শিক পরিবর্তনের জন্য জনগণ জামায়াতের দিকে তাকিয়ে আছে। তারা শুধু নেতৃত্ব নয়, নীতিরও পরিবর্তন চায়। জামায়াত ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে কুরআন-সুন্নাহ ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, যেখানে দুর্নীতি ও সন্ত্রাসের কোনো স্থান থাকবে না।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের মাধ্যমে দেশের জনগণ সুশাসন দেখতে চায়। জামায়াত এই আদর্শিক নেতৃত্ব দিতে সক্ষম।”
কর্মীদের উপস্থিতি
সম্মেলনে ওয়ার্ডের কর্মীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন। নতুন নেতৃত্বের ঘোষণার পর কর্মীদের মাঝে আশাবাদ ও উদ্যম লক্ষ্য করা গেছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত শূরা সদস্য ও কর্মপরিষদের নেতারা অঙ্গীকার করেছেন, তারা এলাকার উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং ইসলামী কল্যাণ প্রতিষ্ঠায় নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।
হেডলাইন চমকপ্রদ: "টঙ্গীতে জামায়াতের কর্মী সম্মেলন: নতুন নেতৃত্বে পরিবর্তনের ডাক
Nenhum comentário encontrado



















