close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

টঙ্গীতে হকারদের পুনরুত্থান: প্রশাসনের অভিযান ব্যর্থ?

আব্দুল্লাহ আল মামুন avatar   
আব্দুল্লাহ আল মামুন
গাজীপুরের টঙ্গীতে ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত রাখতে প্রশাসন নিয়মিত উচ্ছেদ

 অভিযান চালালেও হকারদের স্থায়ীভাবে সরানো সম্ভব হচ্ছে না। উচ্ছেদের পর কিছুক্ষণ ফুটপাত ফাঁকা থাকলেও অল্প সময়ের মধ্যেই হকাররা আবার এসে বসছেন, ফলে যানজট ও পথচারীদের দুর্ভোগ অব্যাহত রয়েছে।

ফুটপাতের দখল নিয়ে চলমান সংকট

চেরাগআলী এলাকায় ফ্লাইওভারের নিচে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হকারদের অবস্থান লক্ষ্য করা গেছে। শতাধিক দোকান বসানোর ফলে পথচারীদের ফুটপাতে হাঁটার সুযোগ নেই, বাধ্য হয়ে তাদের মহাসড়কের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুলিশ শুধু আনুষ্ঠানিকতা চালিয়ে যাচ্ছে। কয়েক মিনিটের জন্য হকারদের তাড়ানো হয়, এরপর আবার তারা ফিরে আসে। এতে কোনো স্থায়ী সমাধান হচ্ছে না।”

জীবিকার তাগিদে হকারদের লড়াই

অন্যদিকে, হকাররা বলছেন, ফুটপাতই তাদের রুটি-রুজির একমাত্র ভরসা। এক হকার বলেন, “আমরা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে পারব না। ফুটপাতে বসতে না দিলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে।”

অপর এক বিক্রেতা জানান, “প্রশাসনের অভিযান হলে কিছুক্ষণ লুকিয়ে থাকি। কিন্তু কোথাও তো যাওয়ার জায়গা নেই, তাই ফিরে আসতে হয়।”

প্রশাসনের দৃষ্টিভঙ্গি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, “হকারদের দখলদারিত্ব ঠেকাতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। তবে এটি স্থায়ীভাবে সমাধান করতে হলে সকল পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।”

ফুটপাত দখল ও উচ্ছেদ অভিযান নিয়ে প্রশাসন ও হকারদের এই লুকোচুরি খেলা কতদিন চলবে, সেটাই এখন দেখার বিষয়।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator