টিউলিপের ফ্ল্যাট বিতর্ক: শেখ হাসিনা-ঘনিষ্ঠ ব্যবসায়ীর উপহারে নতুন সমালোচনা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক নতুন বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা-ঘনিষ্ঠ
যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক নতুন বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা-ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ বিনামূল্যে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছিলেন টিউলিপকে। ২০০৪ সালে পাওয়া এই ফ্ল্যাটের বর্তমান বাজারমূল্য প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা। তবে টিউলিপ বা তার মুখপাত্র অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এটি কোনো অনিয়ম নয়। প্রতিবেদনে আরও উঠে এসেছে, টিউলিপের পরিবার একসময় মোতালিফের আর্থিক দুর্দিনে সহায়তা করেছিল, যার প্রতিদান হিসেবে এই ফ্ল্যাটটি উপহার দেওয়া হয়। তবে এর সঙ্গে আওয়ামী লীগের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছেন টিউলিপের মুখপাত্র। এদিকে, টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থনৈতিক সেক্রেটারি হিসেবে কাজ করছেন এবং আর্থিক দুর্নীতি দমন তার প্রধান দায়িত্বের মধ্যে পড়ে। এই বিতর্ক তার রাজনৈতিক অবস্থানকে নাড়া দিয়েছে।
Hiçbir yorum bulunamadı