close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

তিতাস নদীতে কোরবানির বর্জ্য ফেলে পরিবেশ দূষণ: মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান..

Anik Hasan avatar   
Anik Hasan
নিজস্ব প্রতিবেদক: অনিক হাসান, মুরাদনগর (কুমিল্লা)

মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের তিতাস নদীতে কোরবানির পশুর বর্জ্য ফেলাকে কেন্দ্র করে পরিবেশ দূষণের ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং দুর্গন্ধে সাধারণ মানুষের চলাফেরা কঠিন হয়ে পড়ে। বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হলে গতকাল ১০ জুন ২০২৫ তারিখ বিকেলে উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান। এসময় অভিযানে সহায়তা করেন মুরাদনগর থানা পুলিশের একটি দল, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট এলাকার গ্রাম পুলিশরা।

সরেজমিনে বর্জ্য ফেলার সত্যতা

অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায়, কোরবানির পশুর বিভিন্ন ধরনের বর্জ্য যেমন—চামড়া, রক্ত, অঙ্গপ্রত্যঙ্গ ইত্যাদি তিতাস নদীতে ফেলা হয়েছে, যা নদী দূষণের পাশাপাশি আশপাশের জনবসতিপূর্ণ এলাকায় তীব্র দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। অভিযানে অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিত করা হলে তারা দোষ স্বীকার করেন এবং অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার প্রতিশ্রুতি দেন।

বর্জ্য অপসারণের নির্দেশ ও প্রতিশ্রুতি

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে অভিযুক্তদের ১১ জুন ২০২৫ তারিখ বিকালের মধ্যে নদীতে ফেলা সব বর্জ্য অপসারণ করে মাটির নিচে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়। তারা আইন মেনে বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দেন এবং নির্দেশনা মোতাবেক আজ বিকালের মধ্যেই সকল বর্জ্য সরিয়ে মাটির নিচে সঠিকভাবে পুঁতে ফেলা হয়।

প্রশাসনের বক্তব্য

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, “মোবাইল কোর্ট কেবলমাত্র দণ্ড প্রদানের উদ্দেশ্যে পরিচালিত হয় না; বরং জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাও এর অন্যতম উদ্দেশ্য।” পরিবেশ দূষণের মতো অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিতভাবে অভিযান পরিচালনার আশ্বাস দিয়েছেন তারা।

এদিকে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, বারবার অভিযোগের পর প্রশাসনের এই পদক্ষেপ তাদের পরিবেশ রক্ষা ও সুস্থ জীবনের আশায় সাহস যুগিয়েছে।

জনস্বার্থে অভিযান চলমান থাকবে

মুরাদনগর উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের নিরাপত্তায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সকল নাগরিককে পরিবেশ সচেতন হওয়ার এবং আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

No comments found


News Card Generator