close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

তীব্র তাপপ্রবাহে রাজবাড়ীর যুবকদের মানবিক উদ্যোগ: পথচারীদের জন্য পানি ও স্যালাইন বিতরণ..

Sujat Molla avatar   
Sujat Molla
তীব্র তাপপ্রবাহে রাজবাড়ীর যুবকদের মানবিক উদ্যোগ: পথচারীদের জন্য পানি ও স্যালাইন বিতরণ..

রাজবাড়ী, মে ১১: কয়েকদিন ধরেই সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে রাজবাড়ীর বিভিন্ন এলাকায় একদল তরুণ মানবিক উদ্যোগ হিসেবে পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করছেন।

 

সম্প্রতি রাজবাড়ী রেলগেটে দেখা যায় কিছু উদ্যমী মানুষ সবাইকে পানি ও স্যালাইন পান করাচ্ছেন। আজ (রবিবার) বড়পুল ও মুরগি ফার্ম এলাকায়ও একই রকম দৃশ্য দেখা যায়, যেখানে একদল যুবক নিজ খরচে সাধারণ মানুষকে পানীয় সরবরাহ করছেন। রোদে কাহিল হয়ে পড়া পথচারীদের কাছে এ উদ্যোগ স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে।

স্থানীয়দের মতে, রাজবাড়ীতে এমন অনেক ভালো কাজ প্রতিনিয়ত হলেও সবসময় তা চোখে পড়ে না। এসব কাজ মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধেরই প্রতিফলন।

এমন মানবিক কাজের প্রশংসা করে এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই গরমে একটু পানি বা স্যালাইনই যেন প্রাণ বাঁচায়। যুবকদের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।”

মানবিক এই প্রচেষ্টায় অংশ নেওয়া সবাইকে আল্লাহ যেন উত্তম প্রতিদান দান করেন—এমনটাই কামনা করছেন এলাকাবাসী।

Nema komentara


News Card Generator