close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
থার্টি ফার্স্ট নাইটে পদ্মা গ্রুপের মালিকের স্ত্রীর ওপর শ্লীলতাহানি ও হত্যার হুমকি, গুলশান ক্লাবে ঘটে


রাজধানীর গুলশান ক্লাবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে শ্লীলতাহানি এবং হত্যার হুমকির শিকার হলেন পদ্মা গ্রুপের মালিক খান মোহাম্মদ আমীরের স্ত্রী রুকসানা আমীর। অভিযুক্ত ব্যক্তি হলেন শেখ তন্ময়ের খালাতো ভাই এবং মিতালী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ এহসান আব্দুল্লাহ, যিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযুক্ত এবং সমালোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার স্বামী।
ঘটনাটি ঘটেছিল ৩১ ডিসেম্বর রাতে, যখন রুকসানা আমীর তার দুই বান্ধবীসহ গুলশান ক্লাবে যান। সেখানে সৈয়দ এহসান আব্দুল্লাহ আচমকা তার দিকে তেড়ে এসে হত্যার হুমকি প্রদান করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। তিনি শুধু রুকসানা আমীরকেই নয়, তার পারিবারিক বন্ধু সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদকেও অশালীন ভাষায় আক্রমণ করেন। ঘটনার ভিডিও ফুটেজও ইতোমধ্যেই বিভিন্ন মিডিয়া মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে, গুলশান ক্লাবের কর্তৃপক্ষ বিষয়টি অবহেলা করেছে বলে অভিযোগ উঠেছে। ক্লাবের কোনো কর্মচারী এহসানকে নিবৃত্ত করার জন্য এগিয়ে আসেননি, যা রুকসানা আমীরকে নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছিল। তিনি পরে নিজের ফোনে ভিডিও ধারণ করেন, যাতে এহসান তাকে হত্যার হুমকি দেয় এবং তার পারিবারিক বন্ধুর বিরুদ্ধে শাব্দিক আক্রমণ করে।
এ ঘটনায় পদ্মা গ্রুপের মালিক খান মোহাম্মদ আমীর গুলশান ক্লাব কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করলেও, কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তিনি বলেন, "আমার নিরাপত্তাহীনতার কথা ভাবলে আতঙ্কিত হয়ে উঠি। গুলশান ক্লাবের সদস্য হয়েও একজন অপরাধী ক্লাবে এমন ঘটনা ঘটিয়েছে।" তিনি জানান, শীঘ্রই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, গুলশান জোনের এডিসি মো. আল আমিন হোসেন জানিয়েছেন, তারা যদি অভিযোগ পেয়ে থাকে তবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাননি।
এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ক্লাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন তুলেছে।
No se encontraron comentarios