close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঠাকুরগাওয়ে দুই নারীর মরদেহ উদ্ধার আটক ১

Md Sahadat Hossain avatar   
Md Sahadat Hossain
দুই নারীর মরদেহ উদ্ধার আটক ১
বিস্তারিত পড়ুন।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পৃথক স্থান থেকে গৃহবধূ আনু বেগম (৩৫) ও বৃদ্ধা সালেহা খাতুন (৬৮) নামে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূ আনু বেগমের স্বামী একরামুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের খেরবাড়ী গ্রামে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে বাদামখেত থেকে আনু বেগমের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়নরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আনুর মরদেহ উদ্ধার করে।


বিষয়টি রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেইলকে নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দিবাকর অধিকারি।

আনু বেগম ওই ইউনিয়নের খেরবাড়ী গ্রামের মৃত বসির উদ্দীনের মেয়ে ও একই গ্রামের একরামুল হকের স্ত্রী।

অন্যদিকে, বৃদ্ধা সালেহা খাতুন (৬৮) উপজেলার চাড়োল ইউনিয়নের কাচাহারিপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা লেদু বকসের স্ত্রী।

আনু বেগমের বাবার পরিবারের লোকজন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন করে হত্যার অভিযোগ তুললে পুলিশ আনু বেগমের স্বামী একরামুল হককে আটক করে।

আটক একরামুল খেরবাড়ী গ্রামের ইয়াজদ্দিনের ছেলে।

গৃহবধূ আনুর ভাই রেসেবুল অভিযোগ করে বলেন, প্রেমের সম্পর্কে জড়িয়ে তার বোন একরামুলকে বিয়ে করেছেন ২৫ বছর আগে। কিন্তু কোনোদিন শান্তিতে সংসার করতে পারেনি সে। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচার ছিল নিত্য দিনের সঙ্গী। মঙ্গলবার রাতভর নির্যাতন করে হত্যার পর বাড়ি থেকে অদূরে ফেলে এসেছে বোনের মরদেহ। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

অন্যদিকে, উপজেলার চাড়োল ইউনিয়নের কাচাহারিপাড়া এলাকায় শয়ন ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় বৃদ্ধা সালেহা খাতুন (৬৮)। পরে বাড়ির লোকজন দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। বৃদ্ধার স্বামী বীর মুক্তিযোদ্ধা লেদু বকস ও পরিবারের স্বজনরা দাবি করছেন, বৃদ্ধা সালেহা খাতুনের মানসিক সমস্যা রয়েছে।

Keine Kommentare gefunden