close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১১ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ..

আব্দুল্লাহ আল নোমান avatar   
আব্দুল্লাহ আল নোমান
****

ছবি সংযুক্তঃ 

 

ঠাকুরগাঁও সংবাদদাতা।।


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা, পেঁয়াজ ও চিনাবাদাম আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১১ হাজার ৫০০ জন প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীজ খাদিজা বেগম।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ, এনসিপি নেতা মোকাররম হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, “বিনামূল্যে বীজ ও সার সহায়তা কৃষকদের উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।” 
বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।

 

Nema komentara


News Card Generator