ঠাকুরগাঁওয়ে শ্যালকের মেয়েকে ধর্ষণের অভিযোগে ফুপা গ্রেফতার..

শাহাজাদ ইসলাম avatar   
শাহাজাদ ইসলাম
****

শাহাজাদ ইসলাম ঠাকুরগাঁও:

 

 

 

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্যালকের ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে ধর্ষক ফুপা রশিদুল ইসলাম(৩৭) কে গ্রেফতার করেন রুহিয়া থানা পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে রুহিয়া থানাধীন ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। রশিদুল ইসলাম রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্ঠপুর গ্রামের  ফজলু হকের ছেলে। নাবালিকা শিশু কন্যা কাছারি পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। পুলিশ ও পত্যেক্ষ সাক্ষী রুপে জানা যায়, ঘটনার দিন শুক্রবার বেলা ২ টার দিকে খড়িবাড়ি গ্রামের নাজিরুল ইসলাম ও তার পরিবারের লোকজন কাজে বাইরে যায়। ওই সময় ধর্ষক রশিদুল ইসলাম শিশুটিকে বাড়িতে একাকী পেয়ে তাকে ঝালমুড়ি কিনে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্রাক্ষেতে হাত ধরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোর করে পরণের কাপড় খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। বাচ্চাটি চিৎকার করলে এ সময় তার মুখ ও গলা চেপে ধরে রশিদুল। মেয়েটির চিৎকারে লোকজন ছুটে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং ধর্ষককে রুহিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে মেয়ের পিতা নিজে বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে রুহিয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে এম নাজমুল কাদের জানান, রশিদুল ইসলামের বিরুদ্ধে রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা করা হয়েছে। যার মামলা নং ১২ তাং-২৮/০৩/২৫ইং। শনিবার (২৯ মার্চ) সকালে গ্রেফতারকৃত ধর্ষক রশিদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

 

তারিখ:- ২৯-০৩-২০২৫ইং

Inga kommentarer hittades


News Card Generator