বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে পারপূগী ক্লাস্টারের আয়োজনে বিদায় অনুষ্ঠানে সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহব্বায়ক জিল্লুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন।
সিরাজুল ইসলাম ওই বিদ্যালয়ে ৩৪ বছর প্রধান শিক্ষক হিসেবে চাকুরি করেছেন। তিনি কাজ পাগল মানুষ ছিলেন। দিনের কাজ দিনে করতেন কোন কাজ জমিয়ে রাখতেন না। শুধু বিদ্যায়টিতে নয় পুরো ক্লাস্টারের মধ্যে তিনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এ কারণে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক বিদায় বেলায় এক নজন দেখতে আসেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে।
শেষ কর্মদিবসে ফুলের শুভেচ্ছায় বিদায় সংবর্ধনা শেষে স্বপরিবারে প্রাইভেট কারে চড়ে তাকে বাড়ি পৌঁছে দেন সহকর্মী ও এলাকাবাসী।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			