close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঠাকুরগাঁওয়ে মধ্যরাতে সেনাবাহিনীর অভিযান, অতিরিক্ত ভাড়া নেওয়ায় দুই বাসকে জরিমানা ..

abul hasan avatar   
abul hasan
ঠাকুরগাঁওয়ে যাত্রীদের কাছ থেকে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দুইটি যাত্রীবাহী বাসকে জরিমানা করা হয়েছে।..


  বৃহস্পতিবার (১১ জুন) রাতে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে জেলার রাণীশংকৈল নেকমরদ বাসস্ট্যান্ডে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়।
এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শ্যামলী পরিবহন ও রাহবার পরিবহনের বিরুদ্ধে মামলা ও ৬০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিউল মাজলুবিন রহমান।
যাত্রীদের অভিযোগ, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ নিচ্ছে। তারা বলেন, স্বাভাবিক দিনের ৭০০ টাকার ভাড়া ১০০০ টাকা নিচ্ছে। প্রতিবাদ করলেই বলে গেলে যান আর না গেলে নাই।
এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে অন্যান্য যাত্রীরাও। নাজমুল নামে এক যাত্রী বলেন, এমন অভিযান আমাদের জন্য স্বস্তিদায়ক। এতে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে।
আর অভিযান পরিচালনার বিষয়ে ইউএনও শফিউল মাজলুবিন রহমান জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীকে নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি পরিবহনের কাউন্টারের কর্মীরা পালিয়ে যায়। এ সময় শ্যামলী পরিবহন ও রাহবার পরিবহনের কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator