ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় রোববার সকালে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৮টা ৩৪ মিনিটে এই কম্পন টের পান কিছু মানুষ, তবে অনেকেই তা বুঝতে পারেননি।
ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, ঠাকুরগাঁও শহর থেকে আনুমানিক ৩৩ কিলোমিটার পূর্ব দিকে রিখটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পটির গভীরতা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা না গেলেও এটি অগভীর স্তরে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের তথ্যমতে, কম্পনের মাত্রা কম হওয়ায় অধিকাংশ মানুষ তা অনুভব করেননি।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্যে জানা গেছে, হরিপুর উপজেলা ছাড়াও রানীশংকৈল উপজেলার শিবদিঘি, বন্দর, মীরডাঙ্গী, নেকমরদসহ কয়েকটি এলাকায় সামান্য কেঁপে ওঠার অনুভূতি পাওয়া যায়। পাশাপাশি পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার কিছু এলাকাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি মাসের ৫ জানুয়ারি ভোরে সিলেট ও আশপাশের অঞ্চলেও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আতঙ্কের কথা জানান।



















