স্টাফ রিপোর্টার > বিজিবির ৪২ ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ফকিরগঞ্জ সীমান্তে পুশইনের শিকার ১৩জন নারী পুরুষ শিশুকে গেল সোমবার রাতে আটক করেছে স্হানীয় বিওপির সদস্যরা
বিজিবির ৪২ ব্যাটালিয়নের পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দিনগত রাতে বিজিবির ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪১/৩-এস এলাকা দিয়ে বিএসএফের ৬৩ ব্যাটালিয়নের সদস্যরা ১৩ জন নারী পুরুষকে বাংলাদেশে পুশইন করেছে। এদের মধ্যে ৭জন শিশু ৩জন নারী এবং আরো ৩জন পুরুষ রয়েছে। তাদেরকে সীমান্ত এলাকা আটক করেছে বিজিবির ৪২ ব্যাটালিয়নের ফকিরগঞ্জ বিওপির সদস্যরা।
আটকদের পরিচয় নিশ্চিত হয়েছেন তারা। আটকৃতদের মধ্যে রয়েছে, জায়দুল ইসলাম (৩৯), পিতা-মৃত আকতার হোসেন, গ্রাম-পূর্ব চন্দ্রকোনা, পোস্ট-রাবাইতারি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, রুজিনা বেগম (২৩), স্বামী জায়দুল ইসলাম, গ্রাম-পূর্ব চন্দ্রকোনা, পোস্ট-রাবাইতারি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, রমজান আলী (০৪), পিতা-মোঃ জাযদুল ইসলাম, গ্রাম-পূর্ব চন্দ্রকোনা, পোস্ট-রাবাইতাবি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, মোঃ শাহিন (২৮), পিতা-মোঃ জাবেদ আলি, গ্রাম-শিমুলবাড়ী, পোস্ট-মিয়া পাড়া, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, রোজিনা বেগম (২৫), স্বামী-মোঃ শাহিন, গ্রাম-শিমুলবাড়ী, পোস্ট-মিয়া পাড়া, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, মর্শিদা বেগম (৭), পিতা-মোঃ শাহিন, গ্রাম-শিমুলবাড়ী, পোস্ট-মিয়া পাড়া, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, মোঃ ইয়াসিন (১০), পিতা-মোঃ শাহিন, গ্রাম-শিমুলবাড়ী, পোস্ট-মিয়া পাড়া, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, আবু বক্কর (৩), পিতা-মোঃ শাহিন, গ্রাম-শিমুলবাড়ী, পোস্ট-নিয়া পাড়া, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, শফিকুল ইসলাম (৩১), পিতা-মোঃ আলাউদ্দিন, গ্রাম-বোয়ালবীর, পোস্ট-নেওয়াশি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, নুর নাহার (২৫), স্বামী শাফিকুল ইসলাম, গ্রাম-বোয়ালীর, পোস্ট-নেওয়াশি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, নুর আলম (৯), পিতা-মোঃ শফিকুল ইসলাম, গ্রাম-বোয়ালবীর, পোস্ট-নেওয়াশি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, সুমাইয়া (৭), পিতা-মোঃ শফিকুল ইসলাম, গ্রাম-বোয়ালবীর, পোস্ট-নেওয়াশি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, সুমনা (৫), পিতা-মোঃ শফিকুল ইসলাম, গ্রাম-বোয়ালবীর, পোস্ট-নেওয়াশি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কাজের সন্ধানে ইতিপূর্বে (১০-১৫ বছর আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের দিল্লি গিয়েছিল। সপ্তাহ খানেক আগে দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল। গত ২ জুন বিএসএফ পুশইন করেছে আইনানুগ ব্যবস্থা আটককৃতদের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিজিবি।
পাশাপাশি আজ মঙ্গলবার বিএসএফের সাথে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে জোরালো প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
###



















