close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঠাকুরগাঁও সীমান্তে আটক যুবককে ২২ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঠাকুরগাঁও সীমান্তের ওপারে আটক হওয়া এক বাংলাদেশি যুবককে ২২ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে পতাকা
ঠাকুরগাঁও সীমান্তের ওপারে আটক হওয়া এক বাংলাদেশি যুবককে ২২ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শেখ আলীমুর রহমান নামের ওই যুবককে ফেরত দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ। কীভাবে আটক হয়েছিলেন আলীমুর? বিজিবির দেওয়া তথ্যমতে, মঙ্গলবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের ৩৮০ নম্বর মূল পিলারের ৪ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে আলীমুর ভারতের প্রায় ৩০০ গজ ভেতরে বড়বিল্লা এলাকায় প্রবেশ করেন। ওই সময় বিএসএফের বড়বিল্লা ক্যাম্পের টহল দল তাকে দেখে আটক করে। পরে তাকে বড়বিল্লা বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়। পতাকা বৈঠক ও আলীমুরের প্রত্যাবর্তন বুধবার সন্ধ্যা ৬টার দিকে বেউরঝাড়ি সীমান্তের শূন্যরেখায় ঠাকুরগাঁও-৫০ বিজিবি ও ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে বিএসএফ আলীমুরকে বিজিবির কাছে হস্তান্তর করে। লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, "বিজিবির নিরলস প্রচেষ্টা ও তৎপরতার কারণেই আলীমুরকে ফেরত পাওয়া সম্ভব হয়েছে। আমরা সীমান্ত নিরাপত্তা রক্ষায় সর্বদা তৎপর।" উল্লেখযোগ্য বিষয় বাংলাদেশ-ভারত সীমান্তে এমন ঘটনা নতুন নয়। তবে সীমান্তরক্ষী বাহিনীর কূটনৈতিক পদক্ষেপ ও সমঝোতার মাধ্যমে এমন সমস্যার সমাধান সম্ভব হচ্ছে। এ ধরনের ঘটনায় সীমান্ত এলাকায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় প্রশাসন।
Keine Kommentare gefunden