close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঠাকুরগাঁয়ে অপহৃত নারীকে দিনাজপুরে উদ্ধার করেছে র‍্যাব

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
****
 
স্টাফ রিপোর্টার, দিনাজপুর  > ঠাকুরগাঁও এ অপহরন এবং ধর্ষন মামলায় অভিযুক্তকে দিনাজপুরে গ্রেপ্তারসহ অপহনের শিকার নারীকে উদ্ধার করেছে র‌্যাব-১৩।
অভিযুক্ত বিপুল চন্দ্র বর্মন (৩২) পঞ্চগড়ের আটোয়ারীর রমজানপাড়ার টংকনাথ বর্মনের ছেলে।
 র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৭ অক্টোবর দুপুরে ভিকটিম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা হতে বাসায় ফেরার সময় তাকে পথিমধ্যে চেতনানাশক প্রয়োগে অচেতন করে অপহরন করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বিপুল চন্দ্র বর্মন (৩২)সহ সহযোগীরা।  এঘটনায় ভিকটিমের পিতা শ্রী নারায়ন চন্দ্র রায় (৫৩) ৩০ অক্টোবর বালিয়াডাঙ্গী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০২৫ এর ৭/৩০/৯(১) একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৪/১৮৫।
 মামলার উদ্ধৃতি দিয়ে  র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান,অপহরনের আগে অভিযুক্ত বিপুল চন্দ্র বর্মন ভিকটিমকে রাস্তাঘাটে প্রেমের প্রস্তাব দেওয়াসহ বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গিসহ উত্ত্যক্ত করতো।  প্রেমের প্রস্তাবে রাজি না হয়ে পিতাকে বিষয়টি সম্পর্কে অবগত করেন মেয়ে। সহযোগীদের সহায়তায়  তাকে ২৭ অক্টোবর অপহরন করে অভিযুক্তরা।
বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়ে গতকাল বুধবার রাতে দিনাজপুরের পার্বতীপুরের খামার হোসেনপুর এলাকা হতে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি বিপুল চন্দ্র বর্মন (৩২)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা।
###
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator