সহিংসতার ফলে এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে পাড়ি জমিয়েছেন লক্ষাধিক সাধারণ মানুষ। শুক্রবার সকাল থেকে থাই সেনারা কম্বোডিয়ান বাহিনীর অবস্থান লক্ষ্য করে কামান থেকে ভারী গোলাবর্ষণ শুরু করে। জবাবে কম্বোডিয়ান সেনারা রকেট ও স্বল্পপাল্লার মিসাইল ব্যবহার করে পাল্টা আক্রমণ চালায়। দুই দেশের এই সশস্ত্র সংঘাতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও রাষ্ট্র। দ্রুত যুদ্ধবিরতি ও সংলাপের মাধ্যমে উত্তেজনা নিরসনের আহ্বান জানানো হয়েছে। সীমান্ত এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে অঞ্চলজুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কতা।
Không có bình luận nào được tìm thấy