তেহরানে ইন্টারনেট বন্ধ করল সরকার, স্টারলিংক চালু করলেন ইলন মাস্ক..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইসরায়েলি হামলায় পারমাণবিক স্থাপনার ক্ষতির জেরে রাজধানী তেহরানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় ইরান সরকার। তবে এর মধ্যেই দেশটিতে বিকল্প স্যাটেলাইট ইন্টারনেট চালু করেছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন..

শনিবার (১৪ জুন) সকালে এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মাস্ক লিখেছেন, ‘The beams are on’, অর্থাৎ ‘সংযোগ চালু হয়েছে।’ এর আগে শুক্রবার ভোরে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা। এর পরই নিরাপত্তাজনিত কারণে রাজধানী তেহরানে ইন্টারনেট সংযোগ অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়।

ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় তেহরানের বাসিন্দারা আন্তর্জাতিক সংবাদ ও তথ্যের সঙ্গে যোগাযোগ হারান। এই অবস্থায় ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে ইরানিদের জন্য বিকল্প ইন্টারনেট সরবরাহ শুরু হয়।

বিশ্বজুড়ে যে কোনো দুর্গম প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট দিতে সক্ষম স্টারলিংক এর আগেও ইউক্রেনসহ কয়েকটি সংকটপূর্ণ অঞ্চলে ব্যবহৃত হয়েছে।

没有找到评论