close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

তারুণ্যের সমাবেশ সফল করায় সিলেট বিভাগের তিন যুবদল নেতাকে কেন্দ্রীয় যুবদলের অভিনন্দন..

Abdus Samad avatar   
Abdus Samad
তারুণ্যের সমাবেশ সফল করায় সিলেট বিভাগের তিন যুবদল নেতাকে কেন্দ্রীয় যুবদলের অভিনন্দন..

আব্দুস সামাদ আফিন্দী, নিজস্ব প্রতিবেদক ::

রাজধানী ঢাকার নয়াপল্টনে অনুষ্ঠিত "তারুণ্যের রাজনৈতিক ও অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ" সফলভাবে সম্পন্ন করায় সিলেট বিভাগের তিন যুবদল নেতাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

গত ২৮ মে (বুধবার) যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে দলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক পত্রে এ ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

অভিনন্দনপ্রাপ্ত নেতারা হলেন—
সিলেট বিভাগের সমন্বয়ক ও যুবদলের সাবেক সহ-সভাপতি মো. জাকির হোসেন,সহ-সমন্বয়ক ও সাবেক সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ,
সহ-সমন্বয়ক ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন যৌথ বিবৃতিতে বলেন, “পেশাজীবী, শিক্ষার্থী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নয়াপল্টনের সমাবেশ জনসমুদ্রে রূপ নিয়েছিল। সিলেট বিভাগের নেতৃবৃন্দের আন্তরিক প্রচেষ্টা ও দক্ষ সমন্বয়ে এ সমাবেশ সফল করা সম্ভব হয়েছে।”

তারা আরও বলেন, “আপনারা আপনাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যুবদলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করেছেন। ভবিষ্যতেও আপনারা যুবসমাজকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন, এমনটাই প্রত্যাশা করি।”

 

No comments found


News Card Generator