close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিতে ঢাকায় যাচ্ছে ভালুকা ছাত্রদল: ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান এক বিবৃতিতে বলেন, “এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের অধিকার আদায়ের একটি বৃহৎ পদক্ষেপ।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদল ভালুকা উপজেলা, পৌরসভা ও অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে যে, আগামীকাল ২৮ মে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। এ সমাবেশে অংশগ্রহণের লক্ষ্যে ভালুকা পাইলট স্কুল মোড় থেকে ছাত্রদলের বাস সকাল ৭টায় ছেড়ে যাবে।

উপজেলা ছাত্রদল সূত্র জানিয়েছে, সমাবেশে অংশ নিতে ইচ্ছুক নেতাকর্মীদের জন্য পর্যাপ্ত সংখ্যক বাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে সময়মতো ও নিরাপদে ঢাকায় পৌঁছানো সম্ভব হয়। ভালুকা উপজেলা ছাত্রদলের আওতাধীন প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দকে সমাবেশে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান এক বিবৃতিতে বলেন, “এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের অধিকার আদায়ের একটি বৃহৎ পদক্ষেপ। তারুণ্যের কণ্ঠস্বর রাষ্ট্রীয় নীতিতে প্রতিফলিত হওয়া এখন সময়ের দাবি। ছাত্রদলের প্রত্যেকটি ইউনিট যেন সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করে, সেটিই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, নেতাকর্মীদের যাত্রা ও অন্যান্য প্রয়োজনীয় দিকগুলো সমন্বয় করতে একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়।

ছাত্রদলের এ প্রস্তুতি ও ঐক্যবদ্ধ উদ্যোগ ইতোমধ্যেই ভালুকা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে মনে করছেন, এই কর্মসূচিতে ভালুকা ছাত্রদলের দৃশ্যমান অংশগ্রহণ ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলনে তাদের নেতৃত্বের গুরুত্বকে আরও জোরদার করবে।

No comments found


News Card Generator