close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

তারেক রহমানকে অবমাননায় ফরিদপুরে চিকিৎসকদের ক্ষোভ, অপপ্রচারকারীদের শাস্তির দাবি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Doctors in Faridpur protest false and defamatory remarks against BNP's acting chairman Tarique Rahman, demanding immediate arrest of those behind the smear campaign.

তারেক রহমানকে নিয়ে মিথ্যা ও অপমানজনক বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে ড্যাব চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তারা অপপ্রচারকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

ফরিদপুরে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) একটি প্রতিবাদ সমাবেশ করেছে। এই সমাবেশটি অনুষ্ঠিত হয় শনিবার (১৯ জুলাই) দুপুরে, ফরিদপুর প্রেস ক্লাবের সামনে। তারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত 'অপমানজনক' ও 'ভিত্তিহীন' বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ড্যাব ফরিদপুর জেলার সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান শামীম। বক্তব্য রাখেন ডা. রফিকুল ইসলাম, ডা. মিজানুর রহমান, ডা. নুরুল ইসলাম রানা, ডা. আলামিন সারোয়ারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ও দূরদর্শী নেতৃত্ব। অথচ কিছু গণমাধ্যম ও স্যোশাল মিডিয়া তাকে উদ্দেশ্য করে ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলছে।”

তারা আরও বলেন, “জিয়া পরিবার দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে। অথচ আজ তাদেরই সন্তানকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে। এটি শুধু একটি পরিবার নয়, গোটা একটি রাজনৈতিক মতাদর্শের ওপর আঘাত। এটা পরিকল্পিত অপপ্রচার। আমরা চিকিৎসক সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

বক্তারা অভিযোগ করেন, কিছু কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে তারেক রহমানকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। এই প্রচারণা জনগণকে বিভ্রান্ত করার জন্য করা হচ্ছে। বক্তারা বলেন, এইসব অপপ্রচারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। যারা এই অপকর্মে লিপ্ত, তাদের আমরা দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানাই।

ড্যাব নেতৃবৃন্দ অবিলম্বে এ ধরনের অপপ্রচারের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা সকল চিকিৎসক ও সচেতন নাগরিকদের আহ্বান জানান—এ ধরনের চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হতে এবং গণতন্ত্র ও সত্যের পক্ষে রুখে দাঁড়াতে।

সমাবেশে চিকিৎসকরা সতর্ক করেন, যদি অপপ্রচার অব্যাহত থাকে তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা বলেন, "এই দেশ কোনোদিনই মিথ্যার জয় দেখতে চায় না। সত্যের পক্ষে দাঁড়ানো প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

ড্যাব ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে চিকিৎসকদের উপস্থিতি ছিল দৃঢ় ও সংহত। তারা দলমত নির্বিশেষে তারেক রহমানের প্রতি অবমাননাকর আচরণের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

Không có bình luận nào được tìm thấy