close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারে মাঠে বিএনপি: কেন্দুয়ায় লিফলেট বিতরণে বাড়ছে জনগণের আগ্রহ..

Md Humayun avatar   
Md Humayun
আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচিকে সামনে রেখে দেশব্যাপী প্রচার চালিয়ে যাচ্ছে দলটি।
এরই অংশ হিসেবে নেত্রকোণার কেন্..

বুধবার (১৬ জুলাই) দিনব্যাপী রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের বাজারগুলোতে লিফলেট বিতরণ ও সরাসরি জনসংযোগের মাধ্যমে সাধারণ জনগণের হাতে পৌঁছে দেওয়া হয় ৩১ দফার তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল।

 

এসময় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে প্রস্তাবিত এই রূপকল্পই দেশের মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ দেখাবে। প্রচারকাজে অংশগ্রহণকারী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল আরো বলেন, "জনগণের হাতে ৩১ দফা তুলে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, তাদের সচেতন করা, যাতে ভবিষ্যতে তারা নিজেদের ভোট ও অধিকারের ব্যাপারে আরও দৃঢ় অবস্থান নিতে পারে।"

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুখ,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. ফরিদ আহমেদ,পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাওণ খন্দকার জুয়েল,

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.কামরুজ্জামান রিপন ও মো. হারুন অর রশীদ ভূঁইয়া,উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মো. অপু ভূঁইয়া,পৌর যুবদলের সদস্য মো. সবুজ খন্দকার,

উপজেলা ছাত্রদলের সদস্য গোলাম মিজানুর রহমান সাব্বির,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত আরিফ এবং কলেজ ছাত্রদল নেতা আরমানুল হক সিয়াম।

Комментариев нет


News Card Generator