close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

তারাবির নামাজে মসজিদে মুসল্লিদের ঢল

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রমজানের পবিত্র চাঁদ দেখা গেছে! সংযম, আত্মশুদ্ধি ও রহমতের মাসের আনুষ্ঠানিকতা শুরু হলো আজ। সারাদেশে রোজার আমেজ বইছে, মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে।..

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল রোববার থেকে রোজা শুরু হচ্ছে। আজ থেকে তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হলো রমজানের ধর্মীয় আনুষ্ঠানিকতা। রাজধানী ঢাকাসহ সারাদেশের মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতি ছিল দেখার মতো।

শনিবার এশার আজানের পরপরই দলে দলে মুসল্লিরা মসজিদের পথে রওনা হন। বিভিন্ন স্থানে দেখা গেছে, ধর্মপ্রাণ মুসলমানরা পাঞ্জাবি-পাজামা পরে, মাথায় টুপি ও হাতে জায়নামাজ নিয়ে তারাবির নামাজ আদায়ের জন্য মসজিদে ছুটছেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদে উপচে পড়া ভিড় দেখা গেছে। কোনো কোনো মসজিদে জায়গা না পেয়ে রাস্তায় জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে দেখা গেছে বহু মুসল্লিকে।

বায়তুল মোকাররমে অভূতপূর্ব দৃশ্য

সন্ধ্যার পর থেকেই বায়তুল মোকাররম এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দলবেঁধে বা পরিবারের সদস্যদের নিয়ে মুসল্লিরা আসেন তারাবির নামাজ আদায়ে। পুরো মসজিদ প্রাঙ্গণ ছিল কানায় কানায় পূর্ণ।

ঢাকা ছাড়াও সারাদেশের মসজিদগুলোতে একই দৃশ্য দেখা গেছে। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেটসহ দেশের প্রতিটি জেলা-উপজেলায় তারাবির নামাজে অংশ নিতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মসজিদের প্রতিটি ফ্লোর ছিল পূর্ণ, অনেকে বাইরে চাদর বা পাটি বিছিয়ে নামাজ আদায় করেছেন।


ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ার পর শনিবার দিনগত রাতে সেহরি খেয়ে রোববার প্রথম রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন মুসলমানরা।

রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এটি রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। বিশেষ করে রমজানের শেষ অংশে রয়েছে ‘শবে কদর’, যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম বলে কোরআনে বর্ণিত হয়েছে।

এক মাসের সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহ ঈদুল ফিতরের আনন্দঘন উৎসব উদযাপন করবে।

Hiçbir yorum bulunamadı