close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

টাঙ্গাইলে যুব মজলিসের শাখা উপশাখা দায়িত্বশীল তারবিয়াহ মজলিস অনুষ্ঠিত..

গোলাম রব্বানী avatar   
গোলাম রব্বানী
প্রতিবেদকঃ গোলাম রব্বানী রিশাদ (ধনবাড়ী,টাঙ্গাইল)

আজ ১০ জুন ২০২৫ ইং, মঙ্গলবার, সকাল ১০টা থেকে বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মারকাজুত তা'আল্লুক মা'আল্লাহ মিলনায়তনে শাখা উপশাখা দায়িত্বশীলদের নিয়ে তারবিয়াহ মজলিস অনুষ্ঠিত হয়েছে।

সহ প্রশিক্ষণ বিভাগ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আলীর সঞ্চালনায় ও জেলা শাখা সভাপতি মাওলানা মুহাম্মাদ আবু বকরের সভাপতিত্বে উক্ত তারবিয়াহ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, প্রশিক্ষণ বিভাগ সম্পাদক মাওলানা আল আবিদ শাকির,সংগঠন বিভাগ সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবিব। 

 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সূরা সদস্য মুফতি আশরাফুজ্জামান দা. বা.।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মুফতি আশরাফুজ্জামান কাসেমী দা.বা., সহ-সভাপতি মুফতি আব্দুর রহমান দা.বা., সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা যায়েদ হাবিব, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ ক্বারী আনাস আব্দুল্লাহ নকশবন্দী।

উপস্থিত ছিলেন স্থানীয় ওলামায়ে কেরাম ও বিভিন্ন শাখা দায়িত্বশীলবৃন্দ।

没有找到评论


News Card Generator