নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন করেছে নাগরপুরবাসী।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের সামনে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
দীর্ঘদিন ধরে আঞ্চলিক এ মহাসড়কটি প্রশস্তকরণ কাজের অযথা বিলম্বে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। রাস্তার দু’পাশের গাছ কাটা ও উপরিভাগ খোঁড়াখুঁড়ি করার পর বহু বছর ধরে রেখেই দেয়া হয়েছে। কয়েকটি স্পটে নামমাত্র কাজ হলেও পুরো সড়কটিই প্রায় স্থবির অবস্থায় পড়ে রয়েছে। এতে নাগরপুর থেকে টাঙ্গাইল ও মানিকগঞ্জগামী যাত্রীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে—মাসের পর মাস, বছরের পর বছর।
এ পরিস্থিতি থেকে পরিত্রাণে দ্রুততম সময়ে রাস্তার কাজ শেষ করার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন—
ইসলামি আন্দোলন নাগরপুর শাখার সভাপতি মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আল-আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো. রানা হাসান, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, এবং সিএনজি–অটোরিকশা শ্রমিকরা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সড়ক কাজ পুনরায় শুরু ও দ্রুত শেষ করার দাবি জানান।



















