নিউজ রিপোর্ট (ইসমাইল হোসেন)
টাঙ্গাইল-১ (ধনবাড়ি-মধুপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী কর্নেল মো: আসাদুল ইসলাম গণমানুষের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ৭ ডিসেম্বর মধুপুরের পালবাড়ী এলাকায় অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা।
সভায় উপস্থিত স্থানীয় জনগণ কর্নেল মো: আসাদুল ইসলামের প্রতি তাদের সমর্থন ও আস্থা ব্যক্ত করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় উন্নয়ন, নিরাপত্তা ও জনসেবার যে ঘাটতি—স্বতন্ত্র প্রার্থী হিসেবে কর্নেল আসাদুল ইসলাম সেই ঘাটতি পূরণ করতে সক্ষম হবেন।
কর্নেল মো: আসাদুল ইসলাম তার বক্তব্যে বলেন,
“আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি; এসেছি মানুষের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য। জনগণের ভোটে নির্বাচিত হলে ধনবাড়ি-মধুপুরকে একটি আধুনিক ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলবো।”
তিনি আরও জানান, স্বতন্ত্র প্রার্থী হলেও গণমানুষই তার শক্তি এবং মানুষের ভালোবাসার কাছে যেকোনো প্রতীক বা দল গুরুত্বহীন।
মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে শান্তিপূর্ণভাবে সভার সমাপ্তি হয়।



















