টানা ৪১ দিন তাকবিরে উলার সাথে নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার জিতলো ১০ শিশু-কিশোর......

Md Yasin avatar   
Md Yasin
নোয়াখালী

মোঃ ইয়াছিন, স্টাফ রিপোর্টার

টানা ৪১ দিন মসজিদে তাকবিরে উলার সঙ্গে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় বাইসাইকেল পুরস্কার জিতলো ১০ জন শিশু-কিশোর । নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের 'ছাত্র কল্যাণ সংস্থা'র উদ্যোগে এ ব্যাতিক্রমী আয়োজন করা হয়। এসময় সংস্থাটি ১০টি বাইসাইকেল সহ আরও ৪৯ জনকে বিভিন্ন পুরস্কার প্রদান করে।

মঙ্গলবার  (১ এপ্রিল ) সন্ধ্যায় উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে নবীপুর ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে এসব পুরস্কার দেওয়া হয়।
এ আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে সংস্থাটির সদস্যরা জানিয়েছেন, গ্রামের শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং আল্লাহর পরিচয় লাভে ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে এসব লক্ষ্যকে সামনে রেখে এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করেন তারা। প্রতিযোগিতায় শর্ত ছিল স্থানীয় শিশু-কিশোরদের বায়তুস সালাম জামে মসজিদ ও মসজিদে তাকওয়ায় গিয়ে জামায়াতের সঙ্গে টানা ৪১ দিন ধারাবাহিকভাবে নামাজ আদায় করা। পুরস্কার হিসেবে তাদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল প্রদান করা হবে। 

প্রতিযোগিতায় সাড়া দিয়ে প্রথম দিকে স্থানীয় অন্তত ৫৯ জন শিশু-কিশোর নামাজ আদায় শুরু করলেও চূড়ান্ত পর্যায় পর্যন্ত ১০ জন শিশু-কিশোর টিকে থেকে বিজয়ী হয়েছে। ঈদে পুরস্কার ও সাইকেল উপহার পেয়ে উল্লসিত শিশু-কিশোররা।

স্থানীয়রা জানিয়েছে, নবীপুর ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে এ ধরনের একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়।

সংস্থাটির উদ্যোগে এ ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে এ ধরনের সামাজিক কার্যক্রমে সংস্থার সকল সদস্যরা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার প্রতিশ্রুতিও জানিয়েছে তারা।

অনুষ্ঠানে মো. জাকির হোসাইন ও আমজাত হোসেন আজিমের সঞ্চালনায় এ সময় বায়তুস সালাম জামে মসজিদের সভাপতি মাওলানা মো. মোহাম্মদ ইলিয়াস, তাজুল ইসলাম মডেল একাডেমির প্রধান শিক্ষক খাইরুল্লাহ আজাদ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী মো. হারুনর রশীদ রুবেল, নবীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার উল্যাহ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

没有找到评论