close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

তালোড়ায় ট্রেনে কাটা পড়ে রহিম উদ্দিন নামে এক শ্রবণপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

বগুড়া জেলার দুপচাঁচিয়াউপজেলার  তালোড়া স্ট্রেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে রহিমউদ্দিন(৭০) নামের এক শ্রবন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। নিহত রহিম উদ্দিন তালোড়া ইউনিয়নের দেবখন্ড চকগোপাল গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর  বিকেল ৫টার সময় দোলনচাপা ট্রেনের নিচে কাটাপড়ে তিনি মারা যান।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন বৃহস্পতিবার  রহিম উদ্দিন  তালোড়া বাজার থেকে রেললাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পঞ্চগড় হতে ছেড়ে আসা সান্তাহারগামী ৭৬৮ ডাউন দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটি তালোড়া স্ট্রেশন অতিক্রম করার সময় স্টেশনের পশ্চিমে লয়ামেঘা নামক স্থানে তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।তালোড়া স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার হযরত আলী ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি শুনেছেন।তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম ট্রেনে কাটা পড়ে রহিম উদ্দিনের মৃত্যুহয়েছে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

No comments found


News Card Generator