close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ ।

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
****

 

ঝালকাঠির নলছিটিতে তালাক দেওয়ার পর ১৭ দিন আটকিয়ে রেখে  প্রাক্তন স্ত্রীকে ‘ধর্ষণ’ করার অভিযোগ উঠেছে উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠী এলাকার আজিজ মোল্লার ছেলে গোলাম রাব্বির বিরুদ্ধে। 

শনিবার (৫ জুলাই) দুপুরে নলছিটি উপজেলা প্রেসক্লাবে ভুক্তভোগী নারী সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৯ সালের ২ আগস্ট গোলাম রাব্বির সাথে বিবাহ হয়।বিবাহের পর সে আমার কাছে যৌতুক দাবি করে  শারিরীক নির্যাতন চালায়। পরে আমার পরিবার থেকে তাকে ৭ লাখ টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে আমার সাবেক স্বামী বরিশাল বেলতলা ভাড়া বাসায় রেখে প্রবাসে চলে যান। প্রবাসে থাকাকালীন সময়ে বিভিন্ন কথা প্রসংগে আমাকে মৌখিক তালাক দেয় এবং চলে যাওয়ার কথা বলে।পরে আমি কাজীর মাধ্যমে গত ১৬ ফেব্রুয়ারি তালাক দেই।সে বিদেশ থেকে আসার পরদিন গত ১৯ মার্চ ঢাকায় আমার বড় বোনের বাসায় চলে যাই। সেখান থেকে গত ২৯ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বেলতলা ভাড়া বাসায়  তালা মারিয়া রাখে এবং জোরপূর্বক ধর্ষণ করে।পরে আমি তার বাসা থেকে পালিয়ে আসি।পরে দপদপিয়া কয়া এলাকার এমদাদুল হকের ছেলে জাহিদুল ইসলামের সাথে বিবাহ হয়।বিবাহ হওয়ার পরে আমার বিরুদ্ধে আদালতে  স্বর্ণ ও নগদ টাকা নেওয়ার মিথ্যা মামলা দেন তিনি এবং মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ি দেয়। মিথ্যা মামলা দেওয়ার কারণে ১৩ দিন কারাগারে থাকার পরে জামিন হয়। আমাদের হত্যা সহ 
বিভিন্ন হুমকি দেন এখন আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।

অভিযুক্ত প্রাক্তন স্বামী গোলাম রাব্বি  অভিযোগ অস্বীকার করে বলেন,এগুলো মিথ্যা ও ভিত্তিহীন। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর বর্তমান স্বামী জাহিদুল ইসলাম ও শ্বশুর ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

Inga kommentarer hittades