close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

তালায় প্রতিপক্ষের হামলায় আহত ৩, থানায় অভিযোগ

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
তালা উপজেলার গোনালী গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত ৩ জন, থানায় অভিযোগ দাখিল করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে প্রতিপক্ষের হামলায় রমজান আলী শেখ, তার স্ত্রী পারভীন বেগম ও ভাইপো বাদশাকে পিটিয়ে আহত করেছে। রমজান শেখ তালা উপজেলার গোনালী গ্রামের মৃত মোঃ গিয়াসউদ্দীন শেখের পুত্র। আহতদের মধ্যে পারভীন বেগম তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনায় তালা  থানায় অভিযোগ করা হয়।


ভুক্তভোগি রমজান আলী শেখ লিখিত অভিযোগে জানান, গোনালী গ্রামের বাইজিত শেখ গংদের সাথে তার পূর্ব হতে জমি জায়গা নিয়ে বিরোধ ছিল। তারা বিভিন্ন সময় গালিগালাজ ও হুমকি ধামকি দেয়। এরই সূত্র ধরে গত ১৫ মে সন্ধ্যা ৭ টার দিকে আমি আমার ভাই মান্নান শেখের দোকানে বসেছিলাম। এ সময় নলতা গ্রামের বাইজিত শেখ, মালেক শেখ, হাফিজুর শেখ, রাশেদ শেখ, বাচ্চু শেখ, টুকু শেখ, মাসুম শেখসহ কয়েকজন দুর্বৃত্ত আমার জামার কলার ধরে কিল ঘুষি মারতে থাকে। তখন বাজারের কয়েকজন লোক এসে আমাকে রক্ষা করে। পরে রাত ৮ টার দিকে উক্ত দৃর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে আমার ভাইপো বাদশার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় আমার স্ত্রী পারভীন বেগম গালিগালাজ করতে নিষেধ করলে তারা চুলের মুঠা ধরে মাটিতে ফেলে  কিল, ঘুষি, লাথি ও এলোপাতাড়ী মারপিট করে। এ সময় আমার ভাইপো বাদশা ঠেকাতে গেলে তারা তাকে কিল, ঘুষি, লাথি মারে।  এ সময় সে প্রাণ ভয়ে ঘরে দরজা দেয়। এক পর্যায়ে তারা দরজা ভেঙ্গে আমার ভাইপোকে বের কওে আনতে যায়।  এ সময় আমার ভাবি শহিদা বেগম ও তানজিলা বেগম দরজা ভাঙ্গতে বাধা দিলে তারা ভাবিকে বুকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। তখন আমার ভাইপো, স্ত্রী ও ভাবির আত্মচিৎকারে পাশের লোকজন ছুটে আসলে এ যাত্রায় তারা রক্ষা পায়। এ সময় তারা ঘটনাস্থল ত্যাগ করে সবাইকে মেরে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে তারা হুমকি ধামকি অব্যাহত রেখেছে।  তবে এ বিষয়ে বাইজিত শেখ গং কোন কথা বলতে রাজি হয়নি। এদিকে তালা থানা পুলিশ বিষয়টি তদন্ত কওে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

Keine Kommentare gefunden


News Card Generator