তালা প্রেসক্লাবে বিশেষ সভা: সদস্যদের ঐক্যবদ্ধতা ঘোষণা

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার তালা প্রেসক্লাবে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সদস্যদের ঐক্যবদ্ধতা ঘোষণা করা হয়েছে। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার তালা প্রেসক্লাবে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল সদস্য নিজেদের ভূল বুঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষনা দিয়েছেন।


মঙ্গলবার (২৯ এপ্রিল '২৫) বিকাল ৫টায় তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা প্রসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এম এ ফয়সাল, সহ-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,  কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, নির্বাহী কমিটির সদস্য সেলিম হায়দার, কে এম শাহীনুর রহমান, খলিলুর রহমান, সেকেন্দার আবু জাফর বাবু, শেখ ইমরান হোসেন, মোহাহিরুল হক শাহিন, অর্জুন বিশ্বাস, শিরিনা সুলতানা, আজমল হোসেন জুয়েল, কামাল হোসেন, তরিকুল ইসলাম, মোকলেছুর রহমান, আরিফ বিল্লাহ, মোঃ শাহিন আলম প্রমুখ।


এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন।


সভায় বক্তরা বলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল অন্যায় ভাবে বিয়ম বর্হিভূতভাবে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার তালা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু কে ১০ দিনের সাজা প্রদান করেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের মধ্যে সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা ঐক্যবদ্ধ। আজ থেকে কোনো সাংবাদিক বিপদে পড়লে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করবো।


তারা বলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ যে মতবিনিময় সভার আহবান করেছেন আমরা প্রত্যাখ্যান করলাম। আগামীতে এমন আচরণ করলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।


উল্লেখ্য, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল আজ বিকাল ৫টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আহবান করেছিলেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator