close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

তালায় পাঠক বন্ধু ১ম বর্ষপূর্তি পালিত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
তালা উপজেলায় পাঠক বন্ধুর ১ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় আলোচনা এবং পালন অনুষ্টিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: আজকের পত্রিকার তালা উপজেলায় পাঠক বন্ধুর আয়োজনে ১ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (২ মে '২৫) বেলা ১২ টার সময় তালা মাঝিয়াড়া পরিবেশ বান্ধব মৃতশিল্প হল রুমে এর আয়োজন করা হয়।

উপজেলার পাঠক বন্ধুর আহবায়ক এসএম নাহিদ হাসান ও সদস্য সচিব অর্ঘ্য ঘোষের পরিচালোনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন পাঠক বন্ধুর যুগ্ন আহবায়ক তাপস সরকার, আব্দুল্লাহ-আল যুবায়ের প্রান্ত, পুষ্পিতা সেন, তনুশ্রি তুন, শাওন ইসলাম, মীর জাফিরুল ইসলাম তুষার, শাওন হোসেন, শান্ত কুমার বিশ্বাস বিশ, সৈয়েদা কানিজ ফতেমা মোহনা, সূচনা মৌ, ইরিন,তাহনা ইসলাম, সজিব, শেখ তামিম প্রমুখ।

আলোচনা সভায় পাঠক বন্ধু সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে কেক কেটে প্রথম বর্ষপূর্তি পালন করা হয়।

Geen reacties gevonden


News Card Generator