তালায় কালেরকন্ঠের প্রতিনিধি টিপুকে সাজা দেওয়ার নিন্দা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের বিবৃতি অনুসারে, টিপুকে ১০ দিনের কারাদণ্ড দেয়ার প্রতিবাদ..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমান আদালতে ১০ দিনের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ও ইউএনও শেখ রাসেলের অপসারনের দাবিতে বিবৃতি দিয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন। মঙ্গলবার (২২ এপ্রিল '২৫) সন্ধ্যায় এই বিবৃতি দেয় সংগঠনটি। 


বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও এনটিভির ক্যামেরা পার্সন আরিফুল ইসলাম আশা, সাধারন সম্পাদক মো: জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক এটিএন বাংলার মো: ইয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরটিভির মোঃ মামুন রেজা, দফতর সম্পাদক সময় টিভির মো: সাগর হোসেন, মাইটিভির একরামুজ্জামান জনি, যমুনা টিভির জিয়ারুল ইসলাম, চ্যানেল এস এর মোঃ আবু রায়হান, বাংলাভিশন অনলাইনের মোঃ ফারুক হোসেন রাজ ও এনটিভি অনলাইনের সদর উপজেলা প্রতিনিধি চন্দন চৌধুরী।

Nenhum comentário encontrado