close

লাইক দিন পয়েন্ট জিতুন!

তালায় গণমাধ্যম সপ্তাহ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

তালায় গণমাধ্যম সপ্তাহ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

 

এস এম তাজুল হাসান সাদ, (সাতক্ষীরা)

 

সাতক্ষীরার তালায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে গণমাধ্যম সপ্তাহ। এ উপলক্ষে শনিবার (৩ মে) বেলা ১১টায় তালা প্রেসক্লাবের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

প্রথমে একটি র‍্যালি তালা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ফয়সল এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সিনিয়র সদস্য গাজী সুলতান আহম্মেদ, অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য সেলিম হায়দার ও তরিকুল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সদস্য কে এম শাহিনুর রহমান, মো. আজিজুর রহমান, ইমরান হোসেন, তাপস সরকার, শিরিনা সুলতানা, শাহিন আলম, কামাল হোসেন, সুমন রায় গণেশসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

 

আলোচনায় বক্তারা বলেন, “গণমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আজকের দিনে সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে, হতে হচ্ছে জেল-জুলুমের স্বীকার। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।”

 

বক্তারা আরও বলেন, “সাংবাদিকরা যেন নিরাপদে, স্বাধীনভাবে কাজ করতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে। আমরা সমাজের নিপীড়িত ও বঞ্চিত মানুষের পক্ষে কাজ করতে চাই।”

没有找到评论