close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫ উপলক্ষে অবহিতকরণ সভা

Ranajit Barman avatar   
Ranajit Barman
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, উন্নয়ন সংগঠন গ্যাভি এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বুধবার  উক্ত সভা অনুষ্ঠিত হয়।..

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর  (সাতক্ষীরা) প্রতিনিধি  ঃ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, উন্নয়ন সংগঠন গ্যাভি এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বুধবার  উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। 

সভায় সকলের জ্ঞাতার্থে জানানো হয় যে শ্যামনগর উপজেলার ৯১ হাজার ৪৮ জন শিশুর মধ্যে ১২ নভেম্বর পর্যন্ত ৮৬ হাজার ৩৫৩ জনকে টিকা দেয়া হয়েছে। যার শতকরা হার ৯৫ ভাগ। বাকি দু’দিনে আরও কিছু শিশুকে টিকার আওতায় নিয়ে আসার কথা জানান তারা। এসময় আরও উল্লেখ করা হয় কেউ কেউ টিকাদান কার্যক্রম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও প্রশাসনসহ সকলের চেষ্টায় তা প্রতিহত করা হয়। এছাড়া টাইফয়েডের টিকা নিয়ে কোন শিশুর অসুস্থ হওয়ার মত কোন নেতিবাচক ঘটনা সামনে আসেনি। বরং শিশুদের মধ্যে টিকা গ্রহনের বিষয়টি সকলকে অভিভুত করেছে। 

উল্লেখ্য টাইফয়েড প্রতিরোধের অংশ হিসেবে গত ১২ অক্টোবর থেকে সারা দেশের সাথে একযোগে শ্যামনগরে উক্ত টিকাদান কার্যক্রম শুরু হয়। নয় মাস থেকে ১৫ বছর বয়সী পর্যন্ত শিশুদের উক্ত টিকা দেয়ার পরিকল্পনা গৃহীত হয়। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, ডাবলুএইচও এর ডাঃ রাশেদ উদ্দীন মৃধা, ইউনিসেফ এর শারমিন সুলতানা, এনজিও সমন্বয় কমিটির প্রতিনিধি গাজী আল ইমরান, গ্রাম ডাক্তার সমিতির সভাপতি আকবর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক প্রমুখ।

ছবি ঃ টাইফয়েড টিকাদান বিষয়ক অবহিতকরণ সভা।

コメントがありません


News Card Generator