close

লাইক দিন পয়েন্ট জিতুন!

তাহলে কি ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন এমি মার্টিনেজ?

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ভিলা পার্ক ছাড়ার পর আলোচনায় ছিলো এমি মার্টিনেজের পরবর্তী গন্তব্য নিয়ে! কোথায় যাবেন তিনি? গুঞ্জন ছিলো এফসি বার্সেলোনা কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডে তেই যোগ দিবে তিনি।..

বার্সেলোনয় আসার গুঞ্জন অনেক আগে থেকেই ছিলো। তবে বার্সা হুয়ান গার্সিয়াকে সাইন করার পর সে গুঞ্জন, গুঞ্জনই থেকে যায়। পথ এখন কি তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড! এমনকি, মার্টিনেজেরও  ইচ্ছা ওল্ড টার্ফডের ক্লাবে যোগ দেওয়া। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সনের প্রতিবেদন অনুযায়ী, ওল্ড ট্রাফোর্ডে কঠিন একটা মৌসুম পার করা স্বত্ত্বেও সমালোচকদের ভুল প্রমাণ করতে চান ওনানা। সংবাদমাধ্যমটি উল্লেখ করেন, এই গ্রীষ্মে নতুন গোলরক্ষক কিনতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। কারণ, ক্লাবটির দ্বিতীয় পছন্দের গোলরক্ষক আলতায়ে বেইন্দির চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এই সংবাদমাধ্যমের আরো দাবি, ইউনাইটেডের নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ম্যান ইউ’র স্কোয়াডে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে শুধু মার্টিনেজই যে ইউনাইটেডে যোগ দিতে চাচ্ছেন ব্যাপারটা এমন নয়, ক্লাবটিরও নাকি তাকে নিয়ে আগ্রহ আছে। 

এদিকে ইউনাইটেড কোচ আমোরিম স্কোয়াড পাকাপোক্ত করার লক্ষ্যে নেমেছেন। যার কারণে তিনি অভিজ্ঞ খেলোয়াড় খুজছেন। এমি মার্টিনেজের দিকেও ভালো নজর রয়েছে তার। মার্টিনেজকে দলে টানার আগ্রহের পাশাপাশি ওনানাকে ছেড়ে দেওয়ার কথাও বিবেচনা করছে ইউনাইটেড। খারাপ পারফরম্যান্স সহ সবকিছু মিলিয়ে এই গোলকিপারের ওপর আস্থা রাখতে পারছেন না ক্লাব কতৃপক্ষ।

No comments found